সভাপতির বাণী

আল ইলুম নূরুন অল জাহলু জুলমাতুন (ইলম বা জ্ঞান আলো স্বরুপ এবং অজ্ঞতা বা মূর্খতা হলো অন্ধকার) প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর এ মহা মূল্যবান বাণীকে যদি কোন ব্যক্তি বা সমাজ অন্তরাত্মা দিয়ে বাস্তবায়নে বদ্ধপরিকর হয়, তাহলে সে ব্যক্তি বা সমাজ মূর্খতা বা অন্ধকারের অমানিষা ভেদ করে একটি সোনালী সমাজ গঠনে সহায়ক হতে পারে। অত্র প্রতিষ্ঠানে ০১/০১/২০২২ ইং তারিখ হইতে সভাপতির দায়িত্ব গ্রহনে উক্ত বাণীকে সামনে রেখে শিক্ষার আলো বিস্তার করতে সর্বোপরি  শিক্ষা কে সকল শ্রেণী পেশার মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। সাথে সাথে আমার প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গুমানতলী কামিল (এম.এ) মাদ্রাসাটি অত্র জেলার মধ্যে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে পারে সে জন্য অধ্যক্ষ সহ সকল শিক্ষক মন্ডলীকে সার্বিক সহযোগিতা সহ উৎসাহ প্রদান অব্যহত রাখছি এবং শিক্ষার্থীগণ এ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে সমাজ বিনিমার্নে ভুমিকা রাখতে পারে বা দেশের মূখোজ্জল করতে পারে এ আশাবাদ ব্যক্ত করছি। অত্র প্রতিষ্ঠানে স্বনামে ওয়েব সাইট চালু হওয়ায় স্মার্ট বাংলাদেশ নিমার্নের রুপ লাভ করবে বলে আমি মনে করি ।

-এস.এম. জিয়াউল হক (পলাশ)
সভাপতি
গুমানতলী কামিল (এম.এ) মাদ্রাসা
শ্যামনগর, সাতক্ষীরা।

kingcobratoto kingcobratoto toto slot situs toto login kingcobratoto https://kingcobra-toto.com/ situs kingcobratoto kingcobratoto https://www.metdetreinnaarparijs.eu/contact/ kingcobratoto kingcobratoto https://img.sneepets.com/