সভাপতির বাণী

আল ইলুম নূরুন অল জাহলু জুলমাতুন (ইলম বা জ্ঞান আলো স্বরুপ এবং অজ্ঞতা বা মূর্খতা হলো অন্ধকার) প্রিয় নবী মুহাম্মদ (সঃ) এর এ মহা মূল্যবান বাণীকে যদি কোন ব্যক্তি বা সমাজ অন্তরাত্মা দিয়ে বাস্তবায়নে বদ্ধপরিকর হয়, তাহলে সে ব্যক্তি বা সমাজ মূর্খতা বা অন্ধকারের অমানিষা ভেদ করে একটি সোনালী সমাজ গঠনে সহায়ক হতে পারে। অত্র প্রতিষ্ঠানে ০১/০১/২০২২ ইং তারিখ হইতে সভাপতির দায়িত্ব গ্রহনে উক্ত বাণীকে সামনে রেখে শিক্ষার আলো বিস্তার করতে সর্বোপরি জাতির জনক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা কে সকল শ্রেণী পেশার মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে ভিন্ন মুখি পরিকল্পনা গ্রহন করেছেন তাঁর সে পরিকল্পনাকে বাস্তবে রুপদিতে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছি। সাথে সাথে আমার প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী গুমানতলী ফাজিল মাদ্রাসাটি অত্র জেলার মধ্যে একটা মডেল প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করতে পারে সে জন্য অধ্যক্ষ সহ সকল শিক্ষক মন্ডলীকে সার্বিক সহযোগিতা সহ উৎসাহ প্রদান অব্যহত রাখছি এবং শিক্ষার্থীগণ এ প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করে সমাজ বিনিমার্নে ভুমিকা রাখতে পারে বা দেশের মূখোজ্জল করতে পারে এ আশাবাদ ব্যক্ত করছি। অত্র প্রতিষ্ঠানে স্বনামে ওয়েব সাইট চালু হওয়ায় স্মার্ট বাংলাদেশ নিমার্নের রুপ লাভ করবে বলে আমি মনে করি ।

-এস.এম. জিয়াউল হক (পলাশ)
সভাপতি
গুমানতলী ফাজিল মাদ্রাসা
শ্যামনগর, সাতক্ষীরা।